মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ২.১.০ আলফা ১ (সেপ্টেম্বর ১৮, ২০০৭) ()
বাংলা ইউনিকোডে লেখা ও প্রচলিত বাংলা থেকে ইউনিকোডে পরিবর্তনের অনলাইন এপ্লিকেশন।
(ডাউনলোড)
|
English |
বাংলা
|
যদি আপনি বাংলা দেখতে না পান, তবে অনুগ্রহ করে ইউনিকোড বাংলা ফন্ট ডাউনলোড করুন।
এখান থেকে.
যে চাবি টেপা হয়েছে: কিছু না
এই প্রজেক্টটি ওয়েব এপ্লিকেশনের জন্য ইউনিকোড ভিত্তিক বাংলা টুলস গড়ে তুলবার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে।
প্রাথমিকভাবে বিজয়, অভ্র ফোনেটিক (অসম্পূর্ণ) ইত্যাদি লেখন পদ্ধতি এবং প্রচলিত বাংলা থেকে ইউনিকোড ও উল্টোটা পরিবর্তন করার টুল তৈরী করা হয়েছে।
Shortcut Key:
- ইংরেজী টাইপ করতে Ctl+Alt+E বা
Esc চাপুন।
- বিজয় পদ্ধতিতে টাইপ করতে Ctl+Alt+B চাপুন।
- সামহোয়্যার-ইন ফোনেটিক পদ্ধতিতে টাইপ করতে Ctl+Alt+P চাপুন।
- অভ্র ফোনেটিক পদ্ধতিতে টাইপ করতে Ctl+Alt+A চাপুন। লক্ষ্য করুন, অভ্র ফোনেটিক কিন্তু এখনও অসম্পূর্ণ।
- ইউনিজয় পদ্ধতিতে টাইপ করতে Ctl+Alt+U চাপুন।
- প্রভাত পদ্ধতিতে টাইপ করতে Ctl+Alt+V চাপুন।
প্রচলিত বাংলা থেকে ইউনিকোড বা উল্টোটা পরিবর্তন করতে:
- প্রচলিত বাংলা থেকে ইউনিকোড:
যদি আপনি বিজয় ২০০১, সামহোয়্যার-ইন টেক্সট বা বৈশাখী বাংলা থেকে ইউনিকোডে পরিবর্তন করতে চান তাহলে নিচের টেক্সট বক্সে লেখাটি পেস্ট করে পুরোনো বাংলা বাক্সের
ঠিক উপরের উপযুক্ত অপশনটি বাছাই করে নিয়ে "ইউনিকোডে বদলে উপরে নাও" বোতামটি চাপ দিন।
এতে করে নীচের 'পুরোনো বাংলা' বাক্সের লেখাটি ইউনিকোড হয়ে উপরের বাক্সে চলে যাবে।
- ইউনিকোড থেকে প্রচলিত বাংলাতে লিখতে হলে:
আপনি যদি ইউনিকোড থেকে বিজয় ২০০১, সামহোয়্যার-ইন টেক্সট বা বৈশাখী বাংলায় পরিবর্তন করতে চান তাহলে প্রথমে উপরের টেক্সট বক্সে ইউনিকোড থেকে লেখাটি কপি করে নিন।
তারপর সেই লেখাটি পুরানো বাংলা বাক্সের ঠিক উপরের অপশনটি বাছাই করে নির্বাচন করে নিন এবং "পুরানো বাংলায় নীচে আনো" বাটনটি চাপ দিন।
এইভাবে 'ইউনিকোড এডিটর' থেকে কপি করা লেখাটি পুরানো বাংলায় পরিবর্তন করে নিচের বাক্সে পেস্ট করে নেওয়া যাবে।
- বাংলার একটি প্রচলিত ধরন থেকে অন্য ধরনের প্রচলিত বাংলা হিসেবে লিখতে হলে:
যদি আপনি প্রচলিত বিজয় বাংলা থেকে বৈশাখী বাংলায় পরিবর্তন করতে চান তবে প্রথমে বিজয় থেকে ইউনিকোডে পরিবর্তন করুন,
তারপর ইউনিকোড থেকে বৈশাখীতে পরিবর্তন করুন। উল্টোটার জন্য উল্টোটা করুন।